ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫
টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল লিমিটেডের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, ‘‘মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।’’

আরো পড়ুন:

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- রাসায়নিক গুদামের মালিকানায় থাকা ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিব (৩৮)।

পুলিশ জানায়, গত সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন ফেমাস কেমিক্যাল লিমিটেডের রাসায়নিক গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী ও পার্শ্ববর্তী দোকানের একজন দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনই মারা যান। এ ঘটনার সাতদিন পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা হলো। তবে, মামলার চার আসামি পলাতক রয়েছেন।

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়