ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামুতে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫  
রামুতে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ফটো

কক্সবাজারের রামুতে থুই নু মং মারমা (২২) নামে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

থুই নু মং মারমা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার দাপুয়া এলাকার কুটু মং মারমার ছেলে। তিনি শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ছিলেন।

আরো পড়ুন:

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘‘সকালে পূজার্থীরা বৌদ্ধ বিহারে প্রার্থনা করতে গিয়ে ভিক্ষুর শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে সিলিংয়ের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি কোমরবন্ধনি (কটিবন্ধনি) দিয়ে ঝুলছিলেন।’’

তিনি আরো বলেন, ‘‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, এটি নিছক আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়