ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় ২ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৮:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫
গাইবান্ধায় ২ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে দুই দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার শুরু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। 

স্থানীয় যুবকদের উদ্যোগে ও মো. আমির আলীর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথমদিনের নৌকা বাইচ দেখতে ঘাঘট নদীর দুই পাড়ে উপস্থিত ছিলেন হাজারো মানুষ। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আরো পড়ুন:

প্রতিযোগিতায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা ২০টি নৌকা অংশ নিচ্ছে। খেলোয়াড়দের জন্য বিশেষ মেডিকেল টিম রাখা হয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে প্রথম স্থান অর্জনকারী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০০ সিসি’র একটি মোটরসাইকেল। এছাড়া, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দল পাবে একটি ফ্রিজ ও এলইডি টিভি। বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য দলগুলোর জন্য থাকছে শান্তনা পুরস্কার। 

রবিবার নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মো. ইউনুছ আলী দুখুর সভাপতিত্বে প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান ও সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল।

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়