ঠাকুরগাঁওয়ে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঠাকুরগাঁওয়ের একটি বাড়ি থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভূল্লী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল সরকার।
মারা যাওয়ারা হলেন- একই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের স্ত্রী সমিলা রানী (৪৫) ও তার মেয়ে শাপলা রানী (১৮)।
এলাকাবাসী জানান, সমিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। তার স্বামী দ্বিতীয় সংসারে থাকেন। সোমবার বিকেলে এনজিও কর্মী এসে খোঁজাখুঁজি করলেও মা-মেয়ের কোনো সাড়াশব্দ মেলেনি। তাদের ঘরের দরজা বন্ধ ছিল। এসময় ঘর থেকে দুর্গন্ধ পাওয়া যায়। পরে পুলিশ এসে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, “ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজায় স্পর্শ করার পর বিদ্যুতের সংযোগ মিলেছে। শর্টসার্কিটে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের কাজ শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।”
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ