দুপুরে নিখোঁজ, রাতে বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাইসা খাতুন
কুষ্টিয়ার মিরপুরে বাড়ির পাশের ডোবা থেকে রাইসা খাতুন (৮) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়।
মারা যাওয়া রাইসা নওদা খাদিমপুর গ্রামের আকরাম সর্দ্দারের মেয়ে। সে নওদা খাদেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রাইসা। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রাত ৯টার দিকে বাড়ির পাশের ডোবায় রাইসার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তার মরদেহ ডোবা থেকে তুলে আনা হয়। যে ডোবায় মরদেহ পাওয়া গেছে, সেখানে খুবই অল্প পরিমাণ পানি আছে, তাতে কেউ ডুবে মারা যেতে পারে না। তাদের ধারণা, অন্য কোথাও হত্যার পর রাইসার মরদেহ বাড়ির পাশের ডোবায় ফেলে গেছে কে বা কারা।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এটি পানিতে ডুবে মৃত্যু না কি কেউ হত্যা করেছে বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”