মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে আবু বক্কর সিদ্দিকের (৬০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জামালদী এলাকা সংলগ্ন মেঘনা ব্রিজের পূর্ব পাশে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু বক্কর সিদ্দিক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ঝাউচর গ্রামের মৃত পরেশ আলীর ছেলে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বুধবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো আবু বক্কর সিদ্দিক জামালদী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। গভীর রাতে পরিবারের সদস্যরা তার মোবাইলে একাধিকবার কল করলেও রিসিভ করেননি। পরে আবু বক্কর সিদ্দিককে নদীতে খুঁজতে যান তারা। এ সময় নৌকায় ভেজা কাপড়চোপড়, মোবাইল ও টর্চ লাইট পড়ে থাকতে দেখা যায়। তবে, আবু বক্করকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার নিখোঁজ জেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করে। বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’’
ঢাকা/রতন/রাজীব