নাটোরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল মোটরসাইকেল
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোর সদর উপজেলার হাতিমাড়া এলাকার একটি পুকুর থেকে সুজন কুন্ডু (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুজন জেলার লালপুর উপজেলার ফুলবাড়ি এলাকার সুনীল কুন্ডুর ছেলে। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘দুপুরে হাতিমাড়া এলাকায় রাস্তার পাশের একটি পুকুরে হেলমেট ভাসতে ও পুকুরের পাশে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালিয়ে সুজনের মরদেহ উদ্ধার করে।’’
পরিবারের সদস্যদের বরাতে ওসি আরো বলেন, ‘‘সকালে নিজ বাড়ি থেকে এক আত্মীয়কে নাটোর স্টেশনে রেখে বাড়ি ফিরছিলেন সুজন। ধারণা করা হচ্ছে, পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব