প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবলীগ কর্মী
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোনার খালিয়াজুরিতে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন উপজেলা যুবলীগের সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। বাবার দাফন শেষে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে মাকসুদুর রহমানের বাবা ফজলুর রহমান বার্ধক্যের কারণে নিজ বাড়িতে মারা যান। পরে স্বজনেরা মাকসুদুর রহমানের প্যারোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসন তাকে ৮ ঘণ্টার জন্য মুক্তি দেয়।
পুলিশের একটি প্রিজন ভ্যানে করে তাকে মদন উপজেলার উচিতপুর ফেরিঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে ইঞ্জিনচালিত একটি ট্রলারে করে খালিয়াজুরি কলেজরোড এলাকায় ফেরিঘাটে নেওয়া হয়। পরে ফেরিঘাট থেকে পায়ে হেঁটে খালিয়াজুরি উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে বাবার লাশ দাফনের জন্য পূর্ব খালিয়াজুরি আবোড়া কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বাবার জানাজায় অংশ নেওয়ার সময় মাকসুদুর রহমানের বাঁ হাতে হাতকড়া পরানো ছিল। একজন পুলিশ সদস্য সেই হাতকড়ার দড়ি ধরে রেখেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুগবুল হোসেন বলেন, “তিনি বন্দি ছিলেন। নিরাপত্তাজনিত কারণে তার হাতে হাতকড়া পরানো ছিল।”
এর আগে, গত বছরের ১৬ জুলাই খালিয়াজুরি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় মাকসুদুর রহমানকে আসামি করা হয়। ওই বছরের ১৩ সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন তিনি।
ঢাকা/ইবাদ/রাজীব