ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৫৭, ২ অক্টোবর ২০২৫
গাইবান্ধায় নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা

গাইবান্ধায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন আব্দুল বারী মন্ডল নামের শ্রমিক দলের এক নেতা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি।

এ সময় জামায়াতের পক্ষ থেকে নব যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো আসাদ আলী।

বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসান প্রমুখ।

আব্দুল বারী মন্ডল মনোহরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও মনোহরপুর ইউপি সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানি বলেন, ‘‘জেলায় আমাদের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আহ্বায়ক কমিটি গঠন করা আছে। আব্দুল বারী মন্ডল মনোহরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের যুগ্ম সম্পাদক পদে আছেন। তার ওয়ার্ডে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি রয়েছে। ১০-১৫ জন নেতাকর্মী নিয়ে তিনি দল পরিবর্তন করেছেন। চাইলে যে কেউই দল পরিবর্তন কর‍তে পারে।’’

আব্দুল বারী মন্ডল বলেন, ‘‘আমি দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের রাজনীতিতে যুক্ত ছিলাম। তবে, জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্ম ভালো লেগেছে। এ কারণে দল পরিবর্তন করেছি।’’

জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আমীর আবু বক্কর বলেন, ‘‘আবদুল বারী মন্ডল ও তার অনুসারীরা বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল থেকে জামায়াতে যোগদান করেছেন। এটা আমাদের জন্য স্বস্তির। আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে এবং সেই আদর্শ মেনে চলার ইচ্ছে থেকে তারা আমাদের দলে যোগ দিয়েছেন।’’

পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হযরত আলী বলেন, ‘‘আব্দুল বারী মন্ডলের দল পরিবর্তন করেছেন, এটা তার ব্যক্তিগত বিষয়। তবে, তিনি এখনো লিখিতভাবে পদত্যাগ করেননি।’’

ঢাকা/মাসুম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়