ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের একদিন পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৪ অক্টোবর ২০২৫  
নিখোঁজের একদিন পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আজিজার রহমান

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর একটি পুকুর থেকে আজিজার রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিটারী এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আরো পড়ুন:

আজিজার রহমান ওই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে। 

পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজিজার রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/নিয়াজ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়