ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অগ্নিকাণ্ডে জামায়াতের অফিসসহ ১০ দোকান ভস্ম

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৫৮, ৪ অক্টোবর ২০২৫
অগ্নিকাণ্ডে জামায়াতের অফিসসহ ১০ দোকান ভস্ম

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর ইউনয়নের অস্থায়ী কার্যালয়সহ ১০টি দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে।

শনিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরো পড়ুন:

সেনেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর শোলক ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয়, কাওছার সিকদারের খাবার ও চায়ের দোকান, আব্দুল হাকিম বেপারীর ফার্মেসী, জহিরুল ইসলাম খানের ইলেকট্রনিক্সের দোকান পুড়ে যায়।

এছাড়া মাহফুজুর রহমান খানের কাপড় ও জুতার দোকান, রুবেল হাওলাদারের ইলেকট্রনিক্সের দোকান, নুরুল হক হাওলাদারের পান সুপারির দোকান, হানিফ বেপারীর হার্ডওয়ারের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রশিদ বলেন, “খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।”

ঢাকা/পলাশ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়