ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লালমনিরহাটে টর্নেডোর তাণ্ডব, আহত ১৫

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৫ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:০১, ৫ অক্টোবর ২০২৫
লালমনিরহাটে টর্নেডোর তাণ্ডব, আহত ১৫

টর্নেডো আঘাতে একটি বাড়ির ওপর ভেঙে পড়েছে গাছ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালী গ্রামে টর্নেডোর আঘাতে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রবিাবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দুই গ্রামে টর্নেডো আঘাত হানে। বর্তমানে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাসিন্দারা।

আরো পড়ুন:

উপড়ে পড়া গাছ


এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৮টার দিকে আঘাত হানে টর্নেডো। তীব্র বাতাসে উড়ে যায় ঘরের টিনের চালা, ভেঙে পড়ে আধাপাকা ও কাঁচা বাড়ির দেয়াল। গাছপালা উপড়ে পড়ে ও তার ছিঁড়ে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। পাশাপাশি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বাড়ি হারানো বয়োবৃদ্ধ ছফুরউদ্দিন বলেন, “আমার তো আর কিছু রইলো না গো, সব সম্বল মাটির সঙ্গে মিশে গেছে। কোথায় যাব এই বুড়ো বয়সে?” 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তাদের খাবার ও জেলা প্রশাসানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।”

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়