রামপাল বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গেলে দুর্ঘটনার শিকার হন তারা।
পুলিশ জানায়, দুপুরে তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতর থাকা একটি ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে আরিফ হোসেন নামে আরো একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। দুইজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ভেতরে সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুৎ তারে স্পর্শ লাগায় দুর্ঘটনাটি ঘটে। আইনগত প্রক্রিয়া চলমান।”
ঢাকা/শহিদুল/মাসুদ