ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্গাপূজার ছুটিতে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৫ অক্টোবর ২০২৫  
দুর্গাপূজার ছুটিতে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

দুর্গাপূজার ছুটিতে কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যালয়ের দুটি মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মজিবুর রহমানের বিরুদ্ধে।

শনিবার (৪ অক্টোবর) উপজেলার ফারাকপুর হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আঙিনার ওই গাছ দুটি কাটা হয়।

আরো পড়ুন:

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো সভা বা নিলাম ছাড়াই গোপনে প্রায় ২ লাখ টাকায় গাছ দুইটি মেহগনি গাছ বিক্রি করেছেন হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান। এর আগেও তার বিরুদ্ধে বিদ্যালয়ের সম্পদ গোপনে বিক্রিরও অভিযোগ রয়েছে।

এতে এলাকাবাসী অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যদের অভিযোগ, গাছ কেটে বিক্রির ঘটনায় বিদ্যালয়ের সৌন্দর্য্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে তদন্ত  সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, “টেন্ডার ছাড়াই গাছ কাটা হয়েছে, এটা ঠিক। তবে টাকাগুলো বিদ্যালয়ের উন্নয়নে ব্যয় হবে। এ নিয়ে প্রশ্ন করার কিছু নেই।”

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হাই সিদ্দিকী বলেন, “গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। এই নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে ভালো হয়।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, “ঘটনা সত্য হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “টেন্ডার ছাড়াই গাছ কাটার নিয়ম নেই। এ নিয়ে আমরা অবশ্যই প্রধান শিক্ষকের কাছে জবাব চাইব।”

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “বিধিবহির্ভূত কোনো কাজের সুযোগ নেই। ঘটনা তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/কাঞ্চন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়