কুষ্টিয়া-চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৬১ লাখ
ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম
কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে মোট ১৭টি অবৈধ ইটভাটায় ৬১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একাধিক ইটভাটার কার্যক্রম বন্ধ, আংশিক ভাঙচুর এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায় পরিচালিত অভিযানে ৮টি অবৈধ ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় ভাটাগুলোর চিমনি ও অবকাঠামোর অংশবিশেষ ভেঙে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
জরিমানাপ্রাপ্ত ভাটাগুলোর মধ্যে রয়েছে—মিরপুর উপজেলার মশান পিপিআর ব্রিকস, চুনিয়াপাড়া এসকেআর ব্রিকস ও মির্জানগর ভিভি ব্রিকস (প্রতিটিতে ৪ লাখ টাকা), কুষ্টিয়া পৌরসভার বারখাদা এলাকার ৪টি ইটভাটা (১২ লাখ টাকা) এবং মিরপুরের বলিদাপাড়া এলাকার এবি ব্রিকস (৫ লাখ টাকা)।
কুষ্টিয়া পৌরসভার বারখাদা এলাকার ৪টি ইটভাটা মালিক পরবর্তীতে বছর থেকে আর ইটভাটা পরিচালনা করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
কুষ্টিয়ার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হক জানান, কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় অভিযানে ৯টি অবৈধ ইটভাটায় ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৩টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ এবং ৮টি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) প্রিয়াংকা দাস।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) প্রিয়াংকা দাস।
পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. আবু সাঈদ জানান, পরিবেশ দূষণ রোধে এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। বারোঘরিয়া এলাকায় আজ ৯টি মামলায় ৩২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩টি ভাটার কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উভয় অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, আনসার, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। সংশ্লিষ্ট জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ রোধে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল পরিবেশ অধিদপ্তরের এই কঠোর ও সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
ঢাকা/কাঞ্চন/শিয়াম/জান্নাত