ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে স্ত্রী ও ২ মেয়েকে হত্যা: যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:২১, ৬ অক্টোবর ২০২৫
যশোরে স্ত্রী ও ২ মেয়েকে হত্যা: যুবকের মৃত্যুদণ্ড

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে জহিরুল ইসলাম ওরফে বাবুকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ অক্টোবর) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৮ম আদালতের বিচারক জাকির হোসেন টিপু এ আদেশ দেন। 

আদালতের অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান মৃত্যুদণ্ডের তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্ত বাবু যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়া গ্রামের মশিউর বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

আদালত ও মামলা সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে বাবুর শ্বশুর বাড়ি। ২০২২ সালের ১৫ জুলাই স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) এবং দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়া (২) কে নিয়ে তিনি সেখানে বেড়াতে যান। স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামে স্ত্রী ও দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যা করে বাবু। এরপর লাশ যশোর-খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়া এলাকার বাগানে ফেলে রাখে। পরে পরিবারের কাছে বিষয়টি জানিয়ে বাবু বসুন্দিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে সব খুলে বলেন। এরপর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নিহত সাবিনা ইয়াসমিন বিথির বাবা মুজিবর রহমান অভয়নগর থানায় হত্যা মামলা করেন। 
 

ঢাকা/রিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়