ঢাকা     সোমবার   ১৭ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্ম, কোটি টাকার ক্ষতি

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ৮ অক্টোবর ২০২৫  
শেরপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্ম, কোটি টাকার ক্ষতি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা বারোমারী মিশন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে।

বুধবার (৮ অক্টোবর) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।

আরো পড়ুন:

আসন্ন তীর্থ উৎসবকে ঘিরে দোকানগুলোতে মজুত ছিল বিপুল পরিমাণ পণ্যসামগ্রী। চোখের পলকে সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়া নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস, বারোমারী ও চৌকিদার টিলার বিজিবি সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পুড়ে যাওয়া মালামাল সরাতেও সহযোগিতা করেন বিজিবি সদস্যরা।

মিশন কর্তৃপক্ষ জানান, মার্কেটের ভাড়ার আয়ে তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা হত। অন্যদিকে এসব দোকানের ওপরই নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ও টিম লিডার জাকারিয়া ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

তিনি বলেন, “একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।”

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদন সাপেক্ষে তাদের সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।”

ঢাকা/তারিকুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়