ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে ব্যাংকের টয়লেটে মিলল মরদেহ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:২৪, ৯ অক্টোবর ২০২৫
চাঁদপুরে ব্যাংকের টয়লেটে মিলল মরদেহ

চাঁদপুরে সোনালী ব্যাংক থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত ব্যাংকটির চতুর্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার হয়।

স্থানীয়দের ধারণা, পরিচ্ছন্নতার কাজ করার কোনো এক সময় অসুস্থ হয়ে মারা গেছেন মঙ্গল। 

আরো পড়ুন:

মারা যাওয়া মঙ্গল চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্বজনরা জানান, গতকাল নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে ফেরেননি মঙ্গল। এ কারণে খোঁজ নিতে ব্যাংকটিতে যান মঙ্গলের ছেলে। সেখানকার দারোয়ান ছেলেকে জানান, মঙ্গল বাড়ি চলে গেছেন। এরপরও মঙ্গলের ছেলে কয়েকবার খোঁজ নিতে যান। একপর্যায়ে দারোয়ান ব্যাংকের ভেতরে টয়েলেটে গিয়ে মঙ্গলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মঙ্গলকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‍“মঙ্গল হরিজন শারীরিকভাবে অসুস্থ ছিলেন এটা তার পরিবার থেকে শুনেছি। এভাবে তার মৃত্যু হবে তা বুঝতে পারিনি। উনি মানুষ হিসেবে ভালো ছিলেন।”

চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু বলেন, “সোনালী ব্যাংকের টয়লেট থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”  

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, ‍“অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়