ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামী নির্বাচনে আইনের শাসন দেখিয়ে দিতে চায় নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১১ অক্টোবর ২০২৫  
আগামী নির্বাচনে আইনের শাসন দেখিয়ে দিতে চায় নির্বাচন কমিশন

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

‘নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে’ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। এ ব্যাপারে কর্মকর্তাদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে, আইনের শাসন কাকে বলে তা আগামী নির্বাচনে দেখিয়ে দিতে চায় কমিশন।” 

শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রামে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানেও এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

নগরীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. বশির আহমেদ। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নির্বাবাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

দিনব্যাপী কর্মশালায় ভোট গ্রহণ কর্মকর্তারা তাদের সম্ভাব্য চ্যালেঞ্জ সমূহ তুলে ধরেন। 

এসময় প্রধান নির্বাচন কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘‘এই নির্বাচনে যারা গাফিলতি করবেন তারা দেশ জাতি ও আন্দোলনে শহীদদের সাথে বেঈমানী করবেন।”

‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কর্মকর্তাদের সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে’ উল্লেখ করে অনিয়ম দেখা দিলে ‘প্রয়োজনে ভোট গ্রহণ বন্ধ’ করে দেওয়ার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়