ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতীয় ভ্যাকসিন-বীজ বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১৩ অক্টোবর ২০২৫  
ভারতীয় ভ্যাকসিন-বীজ বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরের হিলিতে ভারতীয় গরু-ছাগলের নিষিদ্ধ ভ্যাকসিন ও বীজ বিক্রির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর। 

সোমবার (১৩ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলির চারমাথা মোড়, সাতকুড়ি, বোয়ালদাড় ও ডাঙ্গাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

আরো পড়ুন:

সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, “অভিযানে অবৈধভাবে আমদানি করা ভারতীয় প্রাণীর বীজ ও ভ্যাকসিন বিক্রির অভিযোগে তিনটি ভেটেরিনারি ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় পদ্মকলি সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।”

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

অভিযান চলাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. মনতাসির মামুন ও স্যানিটারি ইন্সপেক্টর মোকছেদ আলী উপস্থিত ছিলেন।

ঢাকা/মোসলেম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়