ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:৪৮, ১৫ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ

জিরুনা ত্রিপুরা

অসদাচারণ ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে জিরুনা ত্রিপুরাকে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোল্লা চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

এর আগে, গত ৭ জুলাই পরিষদ সদস্যদের অবমূল্যায়ন, অসদাচারণ ও দুর্নীতির অভিযোগ দাখিলের পরিপ্রেক্ষিতে জিরুনা ত্রিপুরাকে সাময়িকভাবে দায়িত্ব পালন থেকে বিরত রাখে মন্ত্রাণালয়। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে মন্ত্রণালয় জিরুনাকে স্থায়ীভাবে অপসারণ করল।

২০২৪ সালের ৭  নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি জেলা পরিষদের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। যা নিয়ে সমালোচনার মুখে পড়েন জিরুনা ত্রিপুরা।

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়