ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি ২ পক্ষের সংঘর্ষ: মিলনের পর ভাই আলমের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:৩৩, ১৬ অক্টোবর ২০২৫
বিএনপি ২ পক্ষের সংঘর্ষ: মিলনের পর ভাই আলমের মৃত্যু

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

মারা যাওয়া ব্যক্তির নাম আলম। ৫৫ বছর বয়সী এই ব্যক্তি নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল-ছোনকাই এলাকার মৃত নওসাদ আলীর ছেলে। এর আগে, একই দিন সন্ধ্যায় আলমের বড় ভাই মিলন (৬০) মারা যান।

আরো পড়ুন:

আরো পড়ুন: বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থক তরিকুলকে মারধর করেন বলে অভিযোগ ওঠে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের লোকজনের বিরুদ্ধে। এরই জেরে গত মঙ্গলবার বিএনপির ওই দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় মিলন-আলমসহ ১৫ জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক মিলন-আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার সকালে ও সন্ধ্যায় দুই ভাই মারা ‍যান।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “গত মঙ্গলবার ফতেপুর ইউনিয়নের মারকইল এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আপন দুই ভাই মিলন-আলমসহ ১৫ জন আহত হয়েছিলেন। তাদের মধ্যে বুধবার দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।” 

তিনি বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়