ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড

সৌদির ফ্লাইট সিলেটে অবতরণ, ঢাকাগামী বিমান বন্ধ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ১৮ অক্টোবর ২০২৫  
সৌদির ফ্লাইট সিলেটে অবতরণ, ঢাকাগামী বিমান বন্ধ

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। এর ফলে সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী বিমানের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা ৩১ মিনিটে ৩৯৬ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

আরো পড়ুন:

বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ জানান, শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী ফ্লাইটটি বিকল্প হিসেবে সিলেটে নামানো হয়।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কারণে সিলেট থেকে ঢাকাগামী কোনো ফ্লাইট ছেড়ে যাচ্ছে না। সন্ধ্যা পর্যন্ত তিনটি ফ্লাইট যথাসময়ে ছেড়ে যায়নি। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। 

আব্দুস সামাদ নামের দক্ষিণ সুরমার এক বাসিন্দার সিলেট থেকে বিকেল সাড়ে ৪টায় ইউএস বাংলার ফ্লাইটে ঢাকায় যাওয়ার কথা। তিনি বলেন, ‘‘রাতেই ঢাকা থেকে ফ্লাইটে আমার দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা। অগ্নিকাণ্ডের কারণে ওই ফ্লাইটটি মিস হয়ে যাবে। এতে আমাকে অনেক ঝামেলায় পড়তে হবে।’’

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে। সন্ধ্যা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

ঢাকা/নুর/বকুল  

সর্বশেষ

পাঠকপ্রিয়