ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনায় গ্রেপ্তার ২৮ জেলেকে জেল-জরিমানা

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২১ অক্টোবর ২০২৫  
মেঘনায় গ্রেপ্তার ২৮ জেলেকে জেল-জরিমানা

মেঘনায় মাছ শিকার করায় গ্রেপ্তার ২৮ জেলেকে জেল-জরিমানা করা হয়।

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে গ্রেপ্তার ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

ইলিশের প্রজনন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২২ দিন দেশের নদী-সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ধরা, পরিবহন, বেচাকেনাও বন্ধ থাকবে।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘‘সোমবার (২০ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি ১৭০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকারের অপরাধে গ্রেপ্তার ২৮ জেলের মধ্যে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং নয়জনের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’’

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল, বাংলাদেশ কোস্ট গার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুদ রানা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। 

ঢাকা/পলাশ/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়