ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২৩ অক্টোবর ২০২৫  
বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন দিয়েছে জেলা পরিষদ। বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আবেদনের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে।

জানা যায়, এসব শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিতভাবে দায়িত্ব পালন ও বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। দীর্ঘদিনের তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিস। পরবর্তীতে সেই আবেদনের প্রেক্ষিতে বান্দরবান জেলা পরিষদ মামলার অনুমোদন প্রদান করে।

আরো পড়ুন:

আলীকদম উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২০২৪ সালে এসব শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিবেদন পাঠাই। পরে জেলা অফিস বিভাগীয় মামলার আবেদন করলে জেলা পরিষদ তা অনুমোদন করে।

অভিযুক্ত শিক্ষকরা হলেন, রেংপু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক হারুন আর রশিদ, নার্গিস তামান্না, হাবেকুন্নার ও মোতাহার বেগম। রাইতুমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্বাছ উদ্দিন, রিয়াজুল জান্নাত, মো. জাবেদ।

এছাড়া মেনকেউ মেনক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব স্রো, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, কোহিনুর আক্তার, বদিউর রহমান রুস্তম ও রোমেন দাশ। 

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্তের মাধ্যমে এসব শিক্ষকের বিদ্যালয়ে অনুপস্থিতি ও অনিয়মের প্রমাণ পায়। প্রাথমিক পর্যায়ের শিক্ষার মান রক্ষায় আমরা কোনো ধরনের অনিয়ম বরদাশত করব না। তাই বিভাগীয় মামলার আবেদন পাওয়ার পর জেলা পরিষদ তা অনুমোদন করেছে।”

তিনি আরো বলেন, “শিক্ষা ব্যবস্থাকে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক রাখতে নিয়মিত পর্যবেক্ষণ চলছে। অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/চাই মং/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়