ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় আশিক (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার শহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, বিকেলে সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিল আসিফ। পথে ভুরুঙ্গামারীগামী একটি ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, ‘‘নিহত স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/সৈকত/রাজীব