ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টুপি পরা নিয়ে দ্বন্দ্বে ছাত্রকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:০২, ২৭ অক্টোবর ২০২৫
টুপি পরা নিয়ে দ্বন্দ্বে ছাত্রকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক

 

টুপি পরা নিয়ে দ্বন্দ্বের জেরে নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত এক মাদরাসা ছাত্রকে গলা কেটে হত্যা করেছেন অপর এক ছাত্র। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

আরো পড়ুন:

রবিবার (২৬ অক্টোবর) মধ্যরাত আড়াইটার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদরাসায় হত্যাকাণ্ডটি ঘটে। 

সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতের নাম মো. নাজিম উদ্দিন (১৩)। তিনি উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। আটক আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।  

পুলিশ সূত্র জানায়, ১০-১৫ দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও আবু ছায়েদের মধ্যে ঝগড়া হয়। পরে মাদরাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেন। ওই ঘটনায় নাজিমের ওপর ক্ষিপ্ত ছিলেন আবু ছায়েদ। রবিবার রাতে মাদরাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে ছিলেন ১৪জন ছাত্র ও একজন শিক্ষক। রাত আড়াইটার দিকে গোঙানির আওয়াজ শুনে কক্ষে থাকা অন্যরা ঘুম থেকে জেগে নাজিমকে গলা কাটা অবস্থায় দেখতে পান। তারা আবু ছায়েদকে আটক করেন।

সোনাইমুড়ী থানার ওসি খোরশেদ আলম বলেন, “রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। টুপি পরা নিয়ে দুই ছাত্রের মধ্যে বিরোধের সূত্রে হত্যাকাণ্ডটি ঘটে। মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”    

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়