ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৪২, ২৭ অক্টোবর ২০২৫
গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগমকে (২৮) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী শামীম মিয়াকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। নিহত আজেদা বেগম একই  উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার মেয়ে। তাদের সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরো পড়ুন:

এর আগে, গত ২১ অক্টোবর বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে শামীম তার স্ত্রী আজেদাকে ছুরি দিয়ে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

স্বজনদের অভিযোগ, শামীম মাদকাসক্ত এবং মোবাইল ফোনে জুয়ায় আসক্ত ছিলেন। এসব নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে আজেদার পেটে ছুরি দিয়ে আঘাত করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘‘স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’’

ঢাকা/মাসুম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়