ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:০০, ২৭ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জের কাজিপুরে যৌতুকের জন্য স্ত্রী মীম খাতুনকে হত্যার দায়ে স্বামী নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় দেন। এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন জেলার কাজিপুর উপজেলার আকনাদিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট মাসুদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমুল হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মীম খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০২১ সালের ১৩ নভেম্বর বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন তারা। বিয়ের পর থেকে নাজমুল স্ত্রীর কাছে এক লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন।

২০২২ সালের ৬ এপ্রিল যৌতুকের জন্য মীমকে হত্যা করেন নাজমুল ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের বাবা রাসেল মিয়া বাদী হয়ে কাজিপুর থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তদন্ত শেষে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়