ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৪৪, ২৯ অক্টোবর ২০২৫
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সিরাজুল ইসলাম (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্বচর কৈজুরি গ্রাম থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন:

এর আগে, গত রাতে এই ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম পূর্বচর কৈজুরি গ্রামের মৃত শাহাদাত মন্ডলের ছেলে।

নিহতের ভাই আজিজুল ইসলাম বলেন, ‘‘সিরাজুল দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিল। সম্প্রতি ছুটিতে দেশে আসে। মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত কেউ একজন সিরাজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি। ওর কাছে থাকা মোবাইলও বন্ধ ছিল। আমরা ভেবেছিলাম, হয়তো কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছে। বুধবার ভোরে মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ওপর সিরাজুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’’

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, ‘‘নিহতের শরীরে এলোপাতাড়ি ধারালো ছুরির আঘাত রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়