ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাজরাকাটি বাজারে আগুনে পুড়ল ৮টি দোকান

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৩০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:০৮, ৩০ অক্টোবর ২০২৫
হাজরাকাটি বাজারে আগুনে পুড়ল ৮টি দোকান

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে বুধবার মধ্যরাতে লাগা আগুনে পুড়ে যায় আটটি দোকান

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বুধবার (২৯ অক্টোবর) মধ্যরাত ৩টার দিকে বাজারের আটটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তালা ও খুলনার ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই টিনের ছাউনি ও কাঠের বেড়া দিয়ে তৈরি দোকানগুলো পুড়ে যায়।

আরো পড়ুন:

ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী বলেন, ‍“আমার দোকানেরা সবকিছু পুড়ে গেছে। প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার এখন পথে বসার উপক্রম হয়েছে।”

বাজারের নৈশ প্রহরী কেরামত আলী শেখ বলেন, “আমরা রাতে বাজারে ডিউটি করছিলাম। রাত ৩টার দিকে উত্তর পাশে কুকুরের ডাকাডাকি শুনে আমি দেখতে যাই। ফিরে এসে দেখি, সুরমানে দোকানে পেছন থেকে আগুন জ্বলছে। চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডা. মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

তালা থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, “চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়