ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিলে জাল ফেলে মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৩১ অক্টোবর ২০২৫  
বিলে জাল ফেলে মরদেহ উদ্ধার

মনতাজ আলী

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাউটি বিল থেকে মনতাজ আলী (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা বিলে জাল ফেলে মরদেহটি উদ্ধার করেন। 

মনতাজ আলী উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চানপুর খেয়াঘাট এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মনতাজ আলী গরুকে ঘাস খাওয়াতে বাড়ি থেকে রাউটি বিলের দিকে যান। কিন্তু, সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। মসজিদে মাইকেও ঘোষণা দেওয়া হয়। সারা রাত খোঁজার পরও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা বিলে জাল ফেলে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে মনতাজ আলীর মরদেহ জালে উঠে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, মনতাজ আলীর মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঢাকা/নূর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়