ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৩১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:০৯, ৩১ অক্টোবর ২০২৫
গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ফটো

গাজীপুর নগরের শিমুলতলী চত্বর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত মফিজুল ইসলাম (২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শাহাডুবি এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও এলাকাবাসী জানান, শিমুলতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন মফিজুল। তিনি দিনমজুরের কাজ করতেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে চত্বর এলাকায় এটিআই গেটের পাশে রাস্তার ধারে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক বলেন, ‘‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়