কাভার্ডভ্যানের চাপায় যুবক নিহত, স্ত্রী ও দুই সন্তান আহত
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া চায়েরি বাজার এলাকায় কাভার্ডভ্যানের চাপায় পাইশিথোয়াই মারমা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও দুই সন্তান।
রবিবার (২ নভেম্বর) দুপুরে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত পাইশিথোয়াই মারমা উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন পাইশিথোয়াই। বেতবুনিয়া চায়েরি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের ৪ আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাইশিথোয়াই মারমাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘‘ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শংকর/রাজীব