মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৩৭, ২ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় রুহান (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুহান উল্লাপাড়া উপজেলা সদরের বাসিন্দা।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, ‘‘তিনটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে বিকট শব্দ ও উচ্চগতিতে যাচ্ছিল। টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রুহানের মৃত্যু হয়। আহত হন অপর আরোহী।’’
ঢাকা/রাসেল/রাজীব