ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৩ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:০৭, ৩ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

প্রতিপক্ষের হামলায় নিহত তুহিনের স্বজনরা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন। রবিবার রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তোলা ছবি

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। পরিবারের দাবি, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিহতের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রাতে তুহিন হাঁটতে বাসা থেকে বের হন। মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন বেপারির নেতৃত্বে পেছন থেকে তুহিনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি করা হয়। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর  অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

তিনি জানান, তুহিন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী। স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্বের বিরোধ ছিল।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সর্দার জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তার পিঠে ও ঘাড়ে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, কী কারণে এমন ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে। উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়