ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড়াল নদে গোসলে নেমে প্রাণ গেল দুই বন্ধুর

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৩ নভেম্বর ২০২৫  
বড়াল নদে গোসলে নেমে প্রাণ গেল দুই বন্ধুর

রাজশাহীর চারঘাটে বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) ও একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)। 

স্থানীয় সূত্র জানায়, রিহান ও মাহিদ প্রায় একসঙ্গে সময় কাটাত। সোমবার ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে নদে গোসলে নামে তারা। একপর্যায়ে রিহান পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মাহিদ। পরে সেও আর উঠতে পারেনি।

এ সময় সঙ্গে থাকা অন্য বন্ধুরা ডাক-চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারে চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় ডুবুরি দল ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘‘বড়াল নদ থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’’

ঢাকা/কেয়া/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়