ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুর-৩ আসনে প্রার্থী খালেদা জিয়া, নেতাকর্মীদের আনন্দ মিছিল 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১০:০২, ৪ নভেম্বর ২০২৫
দিনাজপুর-৩ আসনে প্রার্থী খালেদা জিয়া, নেতাকর্মীদের আনন্দ মিছিল 

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল করেন জেলা বিএনপির নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করায় দলটির নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা এই আসনে দলীয় প্রধানকে প্রার্থী হিসেবে পেয়ে আনন্দ মিছিল করেছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দিনাজপুর-৩ আসনে প্রার্থী হিসেবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়। 

আরো পড়ুন:

খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন এ খবর প্রচারের সঙ্গে সঙ্গেই সোমবার রাতে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপিসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। তারা স্লোগান দিয়ে দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা মুখরিত করে তোলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন। 

নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

মিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “আমি এই ঘোষণায় অত্যন্ত আনন্দিত। দেশনেত্রী এই আসন থেকে নির্বাচিত হলে আমাদের সম্মান বৃদ্ধি পাবে।” তিনি সবাইকে ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। 

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ বলেন, “বিএনপিসহ সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ম্যাডামের পক্ষে কাজ করব। বিপুল ভোটের ব্যবধানে তাকে সংসদ নির্বাচনে জয়ী করে নিয়ে আসব।”

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়