ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জঙ্গলে মিলল বৃদ্ধের মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৫ নভেম্বর ২০২৫  
জঙ্গলে মিলল বৃদ্ধের মরদেহ

টাঙ্গাইলের কালিহাতীতে কামাল খান (৬৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চারান উত্তর পাড়া গ্রামের জঙ্গলের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি একই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। 

স্থানীয়রা জানান, কামাল পরিবারসহ রাজধানী ঢাকায় বসবাস করতেন। কিছুদিন আগে তিনি গ্রামের বাড়িতে আসেন গৃহস্থলী ও আবাদী জমি দেখাশুনার জন্য। মঙ্গলবার রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে বাড়ির পাশের একটি জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

আরো পড়ুন:

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে বাড়ির পাশের জঙ্গলে ফেলে গেছে সন্ত্রাসীরা। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়