ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিকটকে পরিচয়, তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:৪১, ৫ নভেম্বর ২০২৫
টিকটকে পরিচয়, তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জিল্লুর রহমান

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে জিল্লুর রহমান (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর একটি দল। গ্রেপ্তার জিল্লুরের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার বামুজা গ্রামে।

আরো পড়ুন:

বুধবার (৫ নভেম্বর) সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রায় তিন মাস আগে টিকটকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে জিল্লুরের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে জিল্লুর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে পাবনার ঈশ্বরদীতে ডাকেন।

গত ৯ অক্টোবর রাতে ওই তরুণী ট্রেনে ঈশ্বরদী পৌঁছালে জিল্লুর তাকে মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে ঘোরান। ১০ অক্টোবর দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়া বাজার এলাকায় একটি কক্ষ ভাড়া নেন এবং ১৩ অক্টোবর পর্যন্ত সেখানে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

র‌্যাব জানায়, মেয়েটি বিয়ের কথা বললে জিল্লুর কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে কাজী অফিসে নেওয়ার কথা বলে ওই তরুণীর মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালিয়ে যান জিল্লুর। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই ঈশ্বরদী থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গতকাল মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫-এর রাজশাহী সিপিএসসি ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/কেয়া/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়