ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩১, ৫ নভেম্বর ২০২৫
সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মুন্না (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।

বুধবার (৫ নভেম্বর) সিলেট-তামাবিল সড়কের খাদিমে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার বাসিন্দা। আহতরা হলেন- রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাঈম (২১) ও হাবিবুর লস্কর (৩৫)।

আরো পড়ুন:

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘সিলেট-তামাবিল সড়কে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করেন। আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।’’

ঢাকা/নূর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়