পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি বাজারে অভিযান
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হিলির পেঁয়াজ বাজারে অভিযান পরিচালনা করা হয়।
হঠাৎ দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি সবজি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে পেঁয়াজ বাজারে অভিযান পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন।
হাকিমপুর (হিলি) উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন বলেন, “দেশের বাজারে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। দাম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে আজ হিলি পেঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা না রাখা এবং অন্যান্য অনিয়মের কারণে দোকানদারদের সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। এসময় পাঁচটি পেঁয়াজের দোকানে ২৭০০ টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/মোসলেম/এস