ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে নদীর মাটি চুরি, ভাঙন আতঙ্ক

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১০:২৩, ৯ নভেম্বর ২০২৫
মাদারীপুরে নদীর মাটি চুরি, ভাঙন আতঙ্ক

পাড় থেকে মাটি কটে নেওয়ায় নদী ভাঙনের আতঙ্কে আছেন মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের বাসিন্দারা

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে প্রতিদিন রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ফলে গ্রামটি নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এলাকাবাসী জানান, একাধিকবার প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি তারা।

মহিষেরচর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান সাইফ বলেন, “আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি। তবুও, মাটি চুরি থামানো যায়নি। প্রতিদিন রাতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে ট্রলারে করে নিয়ে যায় প্রভাবশালীরা।”

আরো পড়ুন:

মিন্টু সরদার নামে অপর বাসিন্দা বলেন, “প্রতিদিন রাতেই এখান থেকে মাটি চুরি করে নিয়ে যায়। এভাবে চলতে থাকলে আমাদের বসতবাড়ি ও ফসলি জমি সব নদীগর্ভে চলে যাবে। আমরা প্রতিকার চাই।”

এলাকার মসজিদের ইমাম মাওলানা আলমগীর শিকদার বলেন, “মাটি চুরির প্রতিবাদ করায় আমাকে হুমকি দেওয়া হয়েছে। এখন আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। অনেকেই ভয়ে মুখ খুলতে পারছেন না।”

গ্রামের প্রবীণ বাসিন্দা খলিল চৌকিদার বলেন, “এই নদী আমাদের জীবিকার উৎস ছিল, এখন সেটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন নদীর মাটি কেটে নেওয়ার কারণে আমরা আতঙ্কে আছি।”

বিশেষজ্ঞদের মতে, পাড় ও তলদেশ থেকে অতিরিক্ত মাটি তোলা হলে নদীর গতিপথ পরিবর্তিত হয়। ফলে নদী তীরবর্তী এলাকায় ভাঙন বৃদ্ধি পায় এবং বর্ষা মৌসুমে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটে। এর প্রভাব পড়ে স্থানীয় জীববৈচিত্রে ও কৃষির ওপর।

মাদারীপুরের স্থানীয় আইনজীবী এবং পরিবেশকর্মী অ্যাডভোকেট আবুল হাসান সোহেল বলেন, “নদী থেকে মাটি তোলা মানে নদীর স্বাভাবিক প্রবাহকে ক্ষতিগ্রস্ত করা। যে কারণে, নদীর ভারসাম্য নষ্ট হয় এবং ক্রমান্বয়ে নদী ভাঙন বৃদ্ধি পায়। এই ধারা অব্যাহত থাকলে চরাঞ্চলগুলো মানচিত্র থেকেই হারিয়ে যাবে।”

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, “নদী তীরবর্তী এলাকাগুলোতে নিয়মিত টহল ও মনিটরিং ব্যবস্থা চালু করা দরকার।” অবৈধ মাটি খনন বন্ধে জরুরি ভিত্তিতে আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। 

মাদারীপুরের জেলা প্রশাসক আফসানা বিলকিস বলেন, “আমরা একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করেছি। যারা নদীর মাটি অবৈধভাবে কাটছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়