ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়ি কারাগার থেকে দুই হাজতির পলায়ন

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:১৭, ৯ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ি কারাগার থেকে দুই হাজতির পলায়ন

খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে দুই হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

কারা সূত্র জানায়, কারাগারের ভেতরের একটি পাশের অংশে দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি দেওয়াল টপকে পালিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে কারা প্রশাসন এবং পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ‘‘পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজীব হোসেন নামের একজনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তবে, অপর আসামি শফিকুল ইসলাম এখনো পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’’

পলাতক শফিকুল ইসলাম জেলা সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা। দুজনেই সদর থানার মামলার আসামি। এর মধ্যে, শফিকুল ইসলাম চুরির মামলা এবং রাজীব হোসেন দাঙ্গা-হাঙ্গামা মামলার আসামি।

ঢাকা/রূপায়ন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়