ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহ-৩ 

মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ, গৌরীপুর বিএনপির আহ্বায়কসহ ৫ জন বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:২৭, ১০ নভেম্বর ২০২৫
মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ, গৌরীপুর বিএনপির আহ্বায়কসহ ৫ জন বহিষ্কার

গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ

ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দলটির গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরন), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কা করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের। এই আসনে  মনোনয়নবঞ্চিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে,  ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনকে পরিবর্তনের দাবিতে কয়েকদিন ধরে মনোনয়নবঞ্চিত তায়েবুর রহমান হিরনের সমর্থকরা রেলপথ ও সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছিলেন। রবিবার বিকেলে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমাবেশ ছিল হোস্টেল মাঠে এবং একই সময়ে আহমেদ তায়েবুর রহমান হিরনের কর্মসূচি ছিল গৌরীপুর মধ্য বাজারে।

সমাবেশে যাওয়ার পথে দুই পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় অসুস্থ হয়ে ময়মনসিংহ নগরীর দৌলত মুন্সিরোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ছাত্রদল কর্মী তানজিন আহমেদ (৩০) মারা যান।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার বলেন, ‍“দুই পক্ষের সংঘর্ষ চলাকালে অসুস্থ হয়ে তানজিন আহমেদ নামে এক যুবক মারা গেছেন। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আহত আটজন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” 

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়