ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাজিরায় হাতবোমায় ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি, আটক ৩

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:৩৫, ১৩ নভেম্বর ২০২৫
জাজিরায় হাতবোমায় ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি, আটক ৩

একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা।

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় দুষ্কৃতকারীদের ছুড়ে মারা হাতবোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সাড়ে ছয়টার দিকে উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরবেলা জাজিরা উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল নামায় তাদের নেতা-কর্মীরা। 

সেসময় তারা মহাসড়ক আটকে গাছের গুড়ি ফেলে ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে হামবোমা ছুড়লে গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ সদস্যরা পিছু হটলে একই পথ দিয়ে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এতে প্রায় দুই যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসূল বলেন, “একটি ট্রাকে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।”

ঢাকা/আকাশ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়