ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১৩ নভেম্বর ২০২৫  
খুলনায় সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগ

খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বিভাগে (সেরেস্তা) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কয়েকটি চেয়ার ও টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাত ৩টার দিকে দুর্বৃত্তরা অফিসের পিছনের গ্রিলের ফাঁকা দিয়ে ভিতরে পেট্রোলভর্তি দুটি প্লাস্টিকের বোতল ছুঁড়ে ফেলে পালিয়ে যায়। এতে আসবাবপত্রে আগুন ধরে যায়। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অফিসের নিরাপত্তারক্ষী ওয়াহিদুর রহমান নান্নু বলেছেন, “দুর্বৃত্তরা দলিল লেখক বিভাগে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে চেয়ার ও টেবিল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপের ফলে ব্যাপক ক্ষয়-ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেছেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। 

তিনি জানান, এর আগে গত মঙ্গলবার নগরীর টুটপাড়া কবরখানা মোড়ে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় রবিউল ইসলাম নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুবলীগের খুলনা মহানগর সভাপতি শফিকুল ইসলাম পলাশের চাচাতো ভাই।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়