ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় থেমে থাকা বাসে আগুন

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১৪ নভেম্বর ২০২৫  
বরগুনায় থেমে থাকা বাসে আগুন

থেমে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বরগুনার আমতলীর ফেরিঘাট এলাকায় থেমে থাকা স্বর্ণা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বরগুনার আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফেরিঘাট এলাকায় বরিশাল-কুয়াকাটা রুটের ওই বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ। এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। 

আমতলী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবু হানিফ রাইজিংবিডিকে বলেন, “খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে, এরমধ্যেই বাসের ৭০-৮০ শতাংশ পুড়ে গেছে।” 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, আশেপাশের এলাকার সিসি ক্যামেরা দেখে নাশকতাকারীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, অল্প সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়