ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১৫ নভেম্বর ২০২৫  
বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু

বাগেরহাট জেলা কারাগারে বাবুল দাস (২৫) নামে এক ভারতীয় জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানান কারাগারের তত্ত্বাবধায়ক মোস্তফা কামাল।

বাবুল দাস ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার নির্মল দাসের ছেলে।

আরো পড়ুন:

মোস্তফা কামাল বলেন, ‘‘গত ১৫ জুলাই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে কোস্ট গার্ড ৩৪ জেলেকে আটক করে মোংলা থানায় সোপর্দ করে। পরে থানা পুলিশ মামলা দায়ের করে তাদের আদালতে পাঠায়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার রাতে কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়।’’

বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে ৭১ ভারতীয় নাগরিক বন্দী রয়েছেন।

ঢাকা/শহিদুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়