ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দরজা আটকে ঘরে বসেছিল চোর

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:০৪, ১৬ নভেম্বর ২০২৫
দরজা আটকে ঘরে বসেছিল চোর

বাথরুমের ছাদের ওপর থেকে উদ্ধার করা হয় চোরকে।

সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকায় ঘটেছে এক নাটকীয় চোরকাণ্ড। 

শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টায় মোহাম্মদপুরের লিয়ামত মিয়া নামের একজনের তিন তলা বাসায় চোর ঢোকে। বিষয়টি পাশের পরিবারের লোকজন টের পেয়ে পুলিশ ও এলাকাবাসীকে জানান।

বিষয়টি জানাজানি হলে ওই বাসার নিচে জনতার ভিড় ও হৈচৈ পড়ে। তখনই ঘটে মূল ঘটনা, পরিস্থিতি বেগতিক টের পেয়ে চোর দ্রুত ঘরের ভেতর দরজা আটকে বসে পড়ে। দীর্ঘক্ষণ ডেকে ও ভিতরে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙার জন্যে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। 

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। কিন্তু ভেতরে ঢুকেই সবাই হতবাক, চোরকে কোথাও পাওয়া যাচ্ছে না! পুরো ঘর তল্লাশি চালানোর পর এক পর্যায়ে বাথরুমের ছাদের ওপর লুকিয়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তবে মব সৃষ্টির আশঙ্কায় পুলিশ ঘণ্টাখানেক ওই বাসায় নিরাপদে পাহারায় রাখে। উৎসুক জনতার ভিড় কমলে চোরকে নিচে নামিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, “ফায়ার সার্ভিস চোরকে উদ্ধার করছে, পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে। চোরকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ঢাকা/মনোয়ার/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়